সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় বিমান বাহিনির সাথে চুক্তিতে যেতে প্রস্তুত ব্রাজিলের এমব্রেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

বাঁয়ে ভারতীয় বিমান বাহিনীর প্রধান ও ডানে ব্রাজিলের বিমান বাহিনীর প্রধান

ভারতীয় বিমান বাহিনির মাঝারি পরিবহন বিমানের কথা মাথায় রেখে ব্রাজিলের মহাকাশ প্রধান এমব্রেয়ার জানায়, কোম্পানিটি ভারতের সাথে চুক্তি করতে সফল হলে অসংখ্য সি-৩৯০ মিলেনিয়াম বিমান পাঠাবে ভারতে। আইএএফ (ইন্ডিয়ান এয়ার ফোর্স) তাদের এএন৩২ বিমানের পুরনো বহর প্রতিস্থাপনের জন্য ৪০-৫০ টি মাঝারি পরিবহন বিমান কেনার কথা ভাবছে।

এমব্রেয়ার ডিফেন্স অ্যান্ড সিকিউরিটির প্রেসিডেন্ট এবং সিইও জোয়াও বসকো কোস্টা জুনিয়র বলেছেন, এই সম্পর্কে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) এবং কিছু ভারতীয় বেসরকারি সংস্থার সাথে আলোচনা করেছে সংস্থাটি। 

এমব্রেয়ার ডিফেন্স অ্যান্ড সিকিউরিটির সি-৩৯০ মিলেনিয়াম, এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস-এর এ-৪০০এম বিমান এবং লকহিড মার্টিনের সি-১৩০জে বিমানগুলো ভারতের চাহিদা পূরণ করতে সক্ষম।

তিনি বলেন, এমব্রেয়ার ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি শুধু বিমান বিক্রির দিকে নজর দিচ্ছে না বরং ভারতে একটি এমআরও (রক্ষণাবেক্ষণ মেরামত) সুবিধা প্রদানের দিকেও আগ্রহী।

এসকে/ 

ভারত ব্রাজিল বিমান বাহিনী

খবরটি শেয়ার করুন