বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

ভারতে সুড়ঙ্গ ধসে আটকা ৪১ শ্রমিক, ৯ দিন পর মিললো খাবার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলের ভেতর আটকে আছেন ৪১ জন শ্রমিক। গত সপ্তাহে ৪ কিলোমিটার দীর্ঘ টানেলটির একটি অংশ ধসে পড়ে। এরপর কেটে গেছে ৯ দিনেরও বেশি সময়।

অবশেষে গরম গরম খাবার পেয়েছেন আটকে পড়া শ্রমিকরা। পাইপের মাধ্যমে বোতলে করে পাঠানো হয়েছে খিচুড়ি। সাথে অন্যান্য ফলও পাঠানো হয়েছে। সোমবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ডের সিল্কিয়ারায় নির্মাণাধীণ সুড়ঙ্গে আটকে পড়ার ৯ দিন পর সোমবার ৬ ইঞ্চি প্রশস্ত পাইপ ধ্বংসস্তূপের মধ্য দিয়ে প্রবেশ করাতে সফল হয়েছেন উদ্ধারকারীরা। এর কিছুক্ষণ পরই ওই পাইপ দিয়ে বোতলে করে গরম খাবার পাঠানো হয়।

শ্রমিকদের জন্য খাবার তৈরিতে নিয়োজিত বেশ কয়েকজন রাঁধুনির একজন হেমন্ত বলেছেন, এই খাবার সুড়ঙ্গের ভেতরে পাঠানো হবে। এই প্রথম গরম খাবার পাঠানো হচ্ছে। আমরা খিচুড়ি পাঠাচ্ছি। আমাদের যা বলা হয়েছে, আমরা শুধু সেই খাবারই তৈরি করছি।

সংবাদমাধ্যম বলছে, দীপাবলির উৎসবে মেতে ওঠার প্রস্তুতির মধ্যেই গত সপ্তাহের রোববার ভোরে উত্তরাখণ্ডের উত্তরকাশীর নির্মাণাধীন সুড়ঙ্গে ধস নামে। এতে ভেতরে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। অবশ্য ধসের ঘটনার পর থেকে এতদিন ৪০ জন শ্রমিকের কথা বলা হলেও গত শনিবার সেই সংখ্যা ৪১ বলে জানানো হয়।

সেই ঘটনার পর সপ্তাহ পেরিয়ে আরো সময় পার হয়ে গেলেও এখনও উদ্ধার করা যায়নি ওই শ্রমিকদের। টানেলের মধ্যে শ্রমিকদের আটকে থাকার সময় যত দীর্ঘায়িত হচ্ছে ততই তাদের স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগও গুরুতরভাবে বাড়ছে।

তবে পাইপের মাধ্যমে খাবার পাঠানো সফল হওয়ায় বেশ স্বস্তি মিলেছে। নতুন এই পাইপটিকে ‘লাইফলাইন পাইপ’ বলেও আখ্যায়িত করছেন উদ্ধারকারীরা।

আটকে পড়া শ্রমিকদের উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা কর্নেল দীপক পাতিল বলেছেন, এই বিকল্প লাইফলাইনের মাধ্যমে আমরা সুড়ঙ্গের ভেতরে খাবার, মোবাইল এবং চার্জার পাঠাতে পারি।

ভুক্তভোগী শ্রমিকদের কাছে কী কী খাদ্য সামগ্রী পাঠানো হবে সে বিষয়ে তিনি বলেন, শ্রমিকদের অবস্থার কথা মাথায় রেখে চিকিৎসকদের সহায়তায় খাদ্যের বিষয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। তার ভাষায়, আমরা চওড়া মুখের প্লাস্টিকের নলাকার বোতল নিয়ে আসছি যাতে আমরা কলা, আপেল, খিচুড়ি এবং ডালিয়া পাঠাতে পারি।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ভোর ৪টায় উত্তরাখণ্ডের নির্মাণাধীন এই টানেলের ভেতরে ধসের ঘটনা ঘটে। টানেলটিতে নির্মাণকাজ চলছিল। বহু শ্রমিক সেখানে কাজ করছিলেন। সেই সময় হঠাৎ করেই সুড়ঙ্গের কাঠামো ভেঙে পড়ে। আর এরই জেরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন ওই ৪১ জন শ্রমিক।

সূত্র: এনডিটিভি, বার্তাসংস্থা এএনআই

এসকে/




ভারত সুড়ঙ্গ ধস আটকা ৪১ শ্রমিক উত্তরাখণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন