বলিউডের ‘পাওয়ার কাপল’ ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ - ছবি: সংগৃহীত
বলিউডের ‘পাওয়ার কাপল’ বলা হয় ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে। স্বামী এবং স্ত্রী দু’জনে ক্যারিয়ারে ভীষণ সফল। তবে শুধু কাজের দিক থেকেই নয়, রোমান্সের দিক থেকেও ‘ভিক্যাট’ সেরা জুটি। ক্যাটরিনার জন্মদিনকে ঘিরে সেকথাই প্রমাণ করে দিলেন ভিকি ।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, আজ শনিবার (১৫ জুলাই) ক্যাটরিনার ৪০তম জন্মদিন। স্ত্রীর জীবনের এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে কোনও প্রকারের কমতি রাখতে চান না ভিকি। সেই জন্য জন্মদিনের ঠিক আগেই ক্যাটরিনাকে নিয়ে ঘুরতে চলে গেলেন তিনি। আর ফটোসাংবদিকদের ক্যামেরায় ধরাও পড়েছে তাদের রোমান্টিক সে দৃশ্য।
জানা যায়, মুম্বাই বিমানবন্দরের ভিকি এবং ক্যাটরিনার ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে হাত রেখে বিমানবন্দরের প্রবেশপথের দিকে হাঁটছেন দু’জনে। টার্মিনাল বিল্ডিংয়ে ঢোকার আগে হাসিমুখে পোজ দিতেও দেখা যায় দু’জনকে। হাত নাড়িয়ে সকলকে ভালোবাসা জানান মিসেস কৌশল।
আরো পড়ুন:পাপারাজ্জির জুতা নিজে এগিয়ে দিলেন আলিয়া!
সালমান খানের বিপরীতে অ্যাকশন-থ্রিলার সিনেমা টাইগার 3-তে দেখা যাবে ক্যাটরিনাকে। এদিকে ভিকি, সম্প্রতি, একটি রোমান্টিক-কমেডি ফিল্ম মেরে মেহবুব মেরে সানাম-এর শুটিং শেষ করেছেন যেটিতে তৃপ্তি দিমরিও অভিনয় করেছেন।
এম/