শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একই শিরোনামে একই সংবাদ ১৩ পত্রিকায়! *** সাগরের ঢেউয়ে জীবন বেঁধে ইতালিযাত্রা, বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দ্বিগুণ *** ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে: আলী রীয়াজ *** ঢাকাসহ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ *** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

ভিকির সঙ্গে পেরে ওঠেন না ক্যাটরিনা, গোপনীয়তা ফাঁস করলেন ভিকি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বছর দেড়েক হলো বিয়ে হয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের। বিয়ের আগে প্রেম নিয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন তারা। তবে বিয়ের পর একে অপরকে নিয়ে অনেকটাই খোলামেলা। বরাবরই হাসিখুশি, সহজ-সরল ধরনের মানুষই নিজেকে বলে এসেছেন ভিকি।

তবে গিন্নি নাকি বড়ই কড়া। সব বিষয়ে খবরদারি করেন! যতই খুঁতখুঁত করুন না কেন, ক্যাট সুন্দরি একটি বিষয়ে একেবারেই পেরে ওঠেন না স্বামীর সঙ্গে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানান, বাড়ির সবার পোশাক নিয়ে বড়ই খবরদারি করেন ক্যাটরিনা। বাড়িতে কে কী পরবেন, তা নিয়েই চিন্তা অভিনেত্রীর। আসলে ক্যাটরিনা নাকি বড্ড পরিপাটি থাকতে পছন্দ করেন। উনিশ-বিশ করা মোটেও পছন্দ নয় তার। ভিকির কথায় ক্যাটরিনা হলেন ‘ফ্যাশন পুলিশ’।

ভিকি বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যের নানা খুঁটিনাটি তথ্য ফাঁস করে থাকেন সংবাদমাধ্যমে। আগে অভিনেতা জানিয়েছিলেন, স্ত্রীকে তিনি খুব ভয় পান। কারণ ক্যাটরিনা নাকি তার নাচের ভুল ধরেন।

আরো পড়ুন: কোটি টাকায় বিক্রি হবে মাইকেল জ্যাকসনের ফেলে দেওয়া টুপি

এছাড়াও কোনও পরিকল্পনার ক্ষেত্রে ক্যাটরিনার মতো অতটা মাথা কাজ করাতে পারেন না তিনি। এবার ক্যাটরিনার নাক গলানোর অভ্যাসের কথা জানাতে গিয়ে বলেন, “ক্যাটরিনা কে কী পরবে তা নিয়ে ভীষণ সচেতন। আমি কোন পোশাকটা পরলাম, কিংবা কোন রঙের পোশাক পরলাম সবটাই দেখা চাই।

তবে আমি অত কিছু বুঝি না। চার জোড়া জামাকাপড় আমার। আলমারির এক কোণে ক’টা জামাকাপড় রয়েছে। ক্যাটরিনা বারবার বলে আমাকে, তবে আমি কথা শুনি না দেখে এখন হাল ছেড়ে দিয়েছে।”

বলিউড পরিচালক ও প্রযোজক করন জোহরের ‘কফি উইথ করন’ টক শোয়ে এসে প্রথম ভিকির কথা উল্লেখ করেন ক্যাটরিনা।

সে কথা করন পরের একটি পর্বে ভিকিকে জানাতেই, মজার ছলে মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করেন ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতা। তারপরেই নাকি একে অপরের সঙ্গে পরিচিত হন ভিকি ও ক্যাটরিনা। বন্ধুত্ব গড়ায় প্রেমে। শেষমেশ ভিকির গলায় মালা দেন ক্যাটরিনা।

এসি/ আই. কে. জে/


ক্যাটরিনা ভিকি!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন