শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

ভিসা ফি বাড়লো যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আজ ৪ অক্টোবর থেকে যুক্তরাজ্যের ভিসা ফি বাড়ানোর ঘোষণা কার্যকর হচ্ছে। বুধবার(৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, এখন থেকে এই বর্ধিত ফি শিক্ষার্থী, শ্রমিক, পর্যটক— সবার ওপর কার্যকর হবে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন থেকে ৬ মাসের ভিসার জন্য পর্যটক ও কর্মীদের ফি বাবদ ব্যয় করতে হবে ১১৫ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৩৮৩ টাকা) এবং শিক্ষার্থীদের ভিসা ফি বাবদ ব্যয় করতে হবে ৪৯০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার ৫৪৮ টাকা)।

অর্থাৎ, পূর্বের তুলনায় পর্যটক ও কর্মীদের ৬ মাসের ভিসা ফি বাড়ানো হয়েছে ১৫ পাউন্ড এবং শিক্ষার্থীদের ভিসা ফি বাড়ানো হয়েছে ১২৭ পাউন্ড। শতাংশ হিসেবে পরিবার, বসবাস এবং নাগরিকত্ব ভিসার খরচ ২০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে, কাজের এবং ভ্রমণ ভিসার খরচ বৃদ্ধি পাবে ১৫ শতাংশ।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, যেসব পর্যটক ও শ্রমিকদের ২, ৫ ও ১০ বছরের ভিসার ফি ও বাড়ানো হয়েছে এবং এক্ষেত্রে ৬ মাসের বর্তমান ফি’কে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে।

ওয়েবসাইটের তথ্য অনুসারে, যেসব ব্যক্তি কাজ ও পড়াশোনার কারণে দীর্ঘমেয়াদী ভিসার আবেদন করতে ইচ্ছুক, তাদের ওপরই কার্যকর হবে এই বর্ধিত ফি। এর বাইরে যারা স্বল্পমেয়াদে কিংবা অনির্দিষ্টকালের জন্য ভিসার আবেদন করবেন, তাদের ওপর এই ফি প্রযোজ্য হবে না।

তেমনি চিকিৎসা ভিসা, স্বল্পমেয়াদি কোর্সের জন্য ভিসা এবং সার্টিফায়েড স্পনসরশিপ রয়েছে— এমন শিক্ষার্থী এবং বিশ্বের অন্যান্য দেশে বসাবাসরত ব্রিটিশ নাগরিকদের ওপরও বর্ধিত ভিসা ফি কার্যকর হবে না।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন, ‘সরকারের জনপরিষেবা সংক্রান্ত বিভিন্ন খাতে অর্থায়ন বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আমরা মনে করি এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। কারণ, ব্রিটেনে যাওয়ার পর স্বাভাবিকভাবেই আপনি উন্নত জনপরিষেবা চাইবেন। সেই পরিষেবা সরবরাহের জন্যই বর্ধিত এই অর্থ নেওয়া হচ্ছে।’

একে/


যুক্তরাজ্যে ভিসা ফি বৃদ্ধি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন