সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

ভোট দিয়ে নাট্যব্যক্তিত্ব সারা যাকের যা বললেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন শোবিজ তারকারাও। এই তালিকায় রয়েছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব সারা যাকের।

এদিন বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন সারা। শুধু তিনিই নন, অভিনেত্রীর ছেলে ও অভিনেতা ইরেশ যাকের এবং মেয়ে শ্রিয়া যাকেরও ভোট দিয়েছেন। তবে অভিনেত্রীর স্বামী ও প্রয়াত অভিনেতা আলী যাকেরকে মিস করছেন তারা ।

ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে-মেয়ের সঙ্গে ভোট কেন্দ্রের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সারা। ক্যাপশনে তিনি লিখেছেন, তোমাকে ভীষণ মিস করছি আলী যাকের। ভোটার হিসেবে আমরা আমাদের অধিকার প্রয়োগ করছি। আমার ভোট আমি দেব।

ওই ছবিতে দেখা যায়, বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের মাঠে ছেলে -মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন সারা। ভোট দেওয়া শেষে বেশ হাস্যোজ্জ্বলভাবে ক্যামেরায় ধরা দিয়েছেন তারা।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর ভোট পেয়ে ফেরদৌস যা বললেন

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

এসি/


নাট্যব্যক্তিত্ব সারা যাকের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন