শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

ভোটে মাঠের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলো মার্কিন পর্যবেক্ষক দল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাঠের নিরাপত্তা ও নির্বাচনী মালামাল কীভাবে কেন্দ্রে পৌঁছাচ্ছে সে বিষয়ে জানতে চেয়েছে আমেরিকার দুই পর্যবেক্ষক দল ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই)।

সোমবার (১লা জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে পর্যবেক্ষক দল দুটির সঙ্গে বৈঠক হয় নির্বাচন কমিশনের (ইসি)। বৈঠকে এ বিষয়ে জানতে চায় দল দুটি।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও ব্রিগেডিয়ার (অব) আহসান হাবিব খান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

অন্যদিকে আইআরআই ও এনডিআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন- মিসেস নাতাশা রথচাইল্ড, ইভো পেন্টচেভ, মারিয়াম তাবাতাদজে, ক্রিস্পিন কাহেরু ও নিনাদ মারিনোভিক।

তবে প্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে আমেরিকার দুই পর্যবেক্ষক দলের কেউ গণমাধ্যমে কথা বলেননি।

বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আমেরিকার দুই পর্যবেক্ষক দলের সঙ্গে কমিশনের মিটিং হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয় মিটিংয়ের বিষয়ে ডিসক্লোজ না করার জন্য। আমাদের প্রস্তুতি নিয়ে তারা জানতে চেয়েছিল। আমাদের সিকিউরিটি পরিকল্পনা ও নির্বাচনী মালামাল কীভাবে পৌঁছাবে, কোড অব কন্ডাক্টে মাইনরিটি ইস্যুজগুলো আছে কি না- এটা নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত বিষয় তারাও মিডিয়াকে বলবে না। আমাদেরও বলতে না করেছে।

এসকে/ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মার্কিন পর্যবেক্ষক দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250