শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মজুরি ও লিঙ্গবৈষম্যের প্রতিবাদে নারীদের সঙ্গে প্রধানমন্ত্রীও ধর্মঘটে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মজুরি ও লিঙ্গবৈষম্যের প্রতিবাদে কাজে যোগ না দিয়ে আইসল্যান্ডের হাজারো নারী ধর্মঘট করেছেন। 

মঙ্গলবারের (২৪ অক্টোবর) ওই ধর্মঘটে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী কাতরিন ইয়াকোবস্তোতিরও।

নারীরা পুরুষের সমান মজুরি পান না এবং অনেকক্ষেত্রে সহিংসতার শিকার হন। এসব বৈষম্যের প্রতিবাদে ডাকা ধর্মঘটে আনুমানিক ১০ হাজার মানুষ এ ধর্মঘটে যোগ দেন। খবর বিবিসির। 

ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রী কাতরিন বলেন, আমিও আজ কাজে যাব না। আশা করি, অন্য নারীরাও তা-ই করবেন।

তিনি জানান, বছরের পর বছর কর্মক্ষেত্রে পুরুষদেরই আধিপত্য। এর বিপরীতে দেশের নারীপ্রধান প্রতিষ্ঠানগুলোকে কীভাবে মূল্যায়ন করা হচ্ছে, তা খতিয়ে দেখছে সরকার।

এসকে/ 

আইসল্যান্ড প্রধানমন্ত্রী কাতরিন ইয়াকোবস্তোতির মজুরি ও লিঙ্গবৈষম্যের প্রতিবাদ

খবরটি শেয়ার করুন