রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফর করবেন শারা *** মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন, নির্দোষ দাবি ইনুর *** কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের *** মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার *** সরকার ‘গোপন সমঝোতা’ করলে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হতে পারে: গোলাম পরওয়ার *** জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে দিল্লির বক্তব্যের জবাব দিলো ঢাকা *** প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা *** বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো ‘অন্যায়’ হয়েছে: সেলিম *** ভারতের ভেঙ্কটেশ্বর মন্দির যে কারণে আজ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে *** আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই: সালাহউদ্দিন

মাঠে নামার অপেক্ষায় নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

অ্যাঙ্কেলের ইনজুরিতে গত ফেব্রুয়ারিতে মাঠ থেকে ছিটকে যান নেইমার জুনিয়র। লিগামেন্টের অস্ত্রোপচারের পর জানা যায়, চার মাসের বিশ্রামে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে। ফিরবেন ২০২৩-২৪ মৌসুমে। সে অপেক্ষা বোধহয় এবার শেষ হতে চলেছে। ছুটি শেষে দারুণ মৌসুম কাটানোর বার্তা দিয়ে রাখলেন এই পিএসজি তারকা।

ফেব্রুয়ারির পর থেকে মাঠের বাইরে নেইমার। তবে মাঠে না থাকলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে ঠিকই গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে প্রতারণা ও বিশ্বাসভঙ্গ, পরিবেশ সুরক্ষা আইন ভেঙে নিজেদের বাড়ি মানগারাতিবায় কৃত্রিম লেক তৈরি এবং সর্বশেষ নাইটক্লাবে মারামারি। পুনর্বাসন প্রক্রিয়ার এ সময় কম বিতর্কের মধ্য দিয়ে যাননি ৩১ বছর বয়সী এ তারকা।

তবে এ সময় পরিবারের সঙ্গে বেশ ভালো সময়ও কাটিয়েছেন এ তারকা। সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে সেটা জানিয়েছেন তিনি নিজেই।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সোমবার (১০ জুলাই) নেইমার একটি ছবি যোগ করে লেখেন, ‘এই ছবিই বলে দেয় ব্রাজিলে পরিবার ও বন্ধুদের সঙ্গে কতটা ভালো সময় কাটিয়েছি।’

ফেব্রুয়ারিতে ছিটকে যাওয়ার পর চার মাসের বেশি সময় মাঠের বাইরে নেইমার। পুনর্বাসনের জন্য ভালোই সময় নিয়েছেন তিনি। এবার মাঠে ফেরার পালা। আগামী ২১ জুলাই লে হ্যাভরের সঙ্গে ম্যাচ। সে ম্যাচে নেইমার খেলবেন কি না, সেটার এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে ব্রাজিলিয়ান তারকা যে মাঠে নামার অপেক্ষায় আছেন, সেটা তার ফেসবুক পেজের পোস্টেই স্পষ্ট।

নেইমার লেখেন, ‘ছুটি শেষ। এবার যাওয়া যাক। এখন সময় কিছুটা পুনর্বাসনের দিকে নজর দেয়ার, একটি দারুণ মৌসুমের কাটানোর।’

আরো পড়ুন:জর্জিনাকে নিয়ে জেট স্কি'তে ঘুরছেন রোনালদো

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি। তাকে পেতে আগ্রহ দেখিয়েছে ইউরোপের বেশ কিছু ক্লাব। সবচেয়ে বেশি নাম জড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে। সর্বশেষ গুঞ্জন উঠেছিল, সৌদি প্রো লিগে তার যাওয়া নিয়েও। তবে অবস্থাদৃষ্টে যা বোঝা যাচ্ছে, চলতি মৌসুমটা পিএসজিতেই কাটাবেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি। গত পাঁচ মৌসুমে ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচ খেলে ১১৮ গোল করেছেন নেইমার।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250