বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মাতাল না হলে ধর্ষণ এড়ানো সম্ভব : ইতালীয় প্রধানমন্ত্রীর স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি- ছবি: সংগৃহীত

মদ্যপান এড়ালেই নারীরা ধর্ষণ এড়াতে পারেন বলে টিভি টকশোতে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির স্বামী আন্দ্রেয়া গিয়ামব্রুনো। তার এই মতামতে ইতালিতে ক্ষোভের জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গিয়ামব্রুনো বলেছেন, ‘আপনি যদি নাচতে যান তবে আপনি মাতাল হওয়ার সম্পূর্ণ অধিকারী।. কিন্তু আপনি যদি মাতাল হওয়া এবং চেতনা হারানো এড়ান, সম্ভবত আপনি সমস্যায় পড়া এড়াতে পারবেন, কারণ তখন আপনি নেকড়েটিকে খুঁজে পাবেন।’

টকশোতে ডানপন্থি লিবেরো পত্রিকার সম্পাদক পিয়েত্রো সেনাল্ডির সঙ্গে একমত হয়ে গিয়ামব্রুনো বলেছিলেন, ‘যদি আপনি ধর্ষণ এড়াতে চান তবে সবার আগে চেতনা হারাবেন না, আপনার মস্তিস্ক সচল রাখুন।’

মেলোনির সাথে সাত বছর বয়সী কন্যা সন্তান রয়েছে গিয়ামব্রুনোর। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইতালির বিরোধী দলগুলো।

মধ্য-বাম দল ডেমোক্রেটিক পার্টির (পিডি)  সিনেটর সিসিলিয়া ডি'এলিয়া প্রধানমন্ত্রী মেলোনিকে তার সঙ্গীর মন্তব্য থেকে নিজেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন।

আর.এইচ/ আই. কে. জে/ 

ইতালি প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন