ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বন্দ্ব দেখা গেলেও, এ দুই দল এক বিষয়ে এখনো ঐক্যবদ্ধ। দুই দলেরই ভারতের সাথে রয়েছে সুসম্পর্ক।
গত শুক্রবার, এই সুন্দর সম্পর্কেরই বহিঃপ্রকাশ হয়। মার্কিন হাউসের স্পিকার কেভিন ম্যাকার্থি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী ২২ জুন হোয়াইট হাউসে তার রাষ্ট্রীয় সফরের সময় মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
আমন্ত্রণপত্রে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা, চক শুমার (নিউইয়র্কের ডেমোক্র্যাট), সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল (কেন্টোকির রিপাবলিকান) এবং হাউসের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস (নিউইয়র্কের ডেমোক্র্যাট) স্বাক্ষর করেন। তারা নরেন্দ্র মোদীকে ভারতের ভবিষ্যৎ এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য আহ্বান জানান।
নরেন্দ্র মোদী এই আমন্ত্রণ স্বীকার করলে এটি তার জন্য এক অনন্য সুযোগ হবে। ২০১৬ সালের পর কংগ্রেসের যৌথ অধিবেশনে এটি তার দ্বিতীয় ভাষণ হবে।
এর আগে পাঁচজন ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন। তারা হলেন, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, পিভি নরসিমা রাও, রাজীব গান্ধী এবং জওহরলাল নেহেরু। এই আমন্ত্রণের আহ্বান এমন সময় আসলো যখন মোদীর কথিত কর্তৃত্ববাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা চলমান এবং কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।