শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মৃদু শৈত্য প্রবাহ পঞ্চগড়ে, তাপমাত্রা ৮.৪

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

মৃদু শৈত্য প্রবাহ বইছে পঞ্চগড়ে। বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার দেশের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

জেলার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ তাপমাত্রা রেকর্ডের তথ্যটি নিশ্চিত করে জানান, গতকালের চেয়ে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় দিনের মতো আজও ভোরেই উঠে গেছে সূর্য। এ তাপমাত্রায় এ অঞ্চলে মাঝারী থেকে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এলাকাটি হিমালয় বিধৌত এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। তাপমাত্রা আরো কমতে পারে।



এইচআ/ আই. কে. জে/ 

পঞ্চগড় শৈত্য প্রবাহ

খবরটি শেয়ার করুন