শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী *** পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ *** শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী *** শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দী করেছে ইসরায়েল *** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল

মেয়েকে নিয়ে কানে ঐশ্বরিয়া, ফ্যাশনে হতবাক ভক্তরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৩

#

ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত

কান ফিল্ম ফেস্টিভ্যালে দীর্ঘদিন ধরেই ভারতের প্রিয় মুখ ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতি বছর কানের রেড কার্পেটে অতুলনীয় গ্ল্যামার পরিবেশন করে ভক্তদের মাথা ঘুরিয়েছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। যদিও তার বেশিরভাগ পোশাক ফ্যাশন উত্সাহীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।

এ বছর ঐশ্বরিয়া রাই বচ্চন বেশ সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। একটি বিশাল রূপালী হুডে রেড কার্পেটে উপস্থিত হয়েছেন। প্রাক্তন এই মিস ওয়ার্ল্ডের সঙ্গে কানে যোগ দিয়েছেন মেয়ে আরাধ্য বচ্চনও।

কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ 'পোনিয়িন সেলভান'র অভিনেত্রী ঐশ্বরিয়ার প্রথম উপস্থিতি ইন্টারনেটে ঝড় তুলেছে। ক্লাসিক গাউন এবং শাড়ি বাদ দিয়ে কালো ও রূপালী গাউনে একটি বিশাল হুডে দেখা গেছে ঐশ্বরিয়াকে। নিজেকে পরিবেশন, ভক্ত ও ফ্যাশন ভক্তদের পুরোপুরি হতবাক করে দিয়েছে।

আরো পড়ুন:‘ব্যাগ নাকি পানির বোতল’ কটাক্ষের শিকার আলিয়া

সোফি কাউসারের তৈরি পোশাকটি অ্যালুমিনিয়াম পাইলেট এবং স্ফটিক দিয়ে বানানো হয়েছে। অভিনেত্রীর মাথা ঢেকে রাখা একটি বিশাল হুড এবং দীর্ঘ কালো গাউন রয়েছে। গাউনটি কালো ধনুকের মতো কাপড় দিয়ে তৈরি, যা ঐশ্বরিয়ার কোমরে যুক্ত করা হয়েছে।

অপরদিকে, কান ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে অংশ নিয়েছে সন্তান আরাধ্য বচ্চন। কিছুদিন আগেই কানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় প্রাক্তন এই মিস ওয়ার্ল্ডকে আরাধ্যা বচ্চনের সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। উৎসবে মা-মেয়ে জুটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এ সংশ্লিষ্ট ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে।

এম/

 

ঐশ্বরিয়া ফ্যাশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250