কিম ইয়ো-জং। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মধ্যে হওয়া সাম্প্রতিক পরমাণু চুক্তি আরও ভয়াবহ বিপদের দিকে নিয়ে যেতে পারে বলে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো-জং হুঁশিয়ারি দিয়েছেন।
কিম ইয়ো-জং বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থায় আরও পরিপূর্ণতা নিয়ে আসা উচিত। আজ শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
চুক্তির বিষয়টি উল্লেখ করে কিম ইয়ো-জং বলেন, কোরীয় উপদ্বীপের আশপাশে শত্রুরা যত বেশি পারমাণবিক যুদ্ধের মহড়া মঞ্চস্থ করবে এবং পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে, আত্মরক্ষার অধিকারের অংশ হিসেবে সেই অনুপাতে আমরা আমাদের পরমাণু কর্মসূচি ততটুকু জোরদার করব।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই চুক্তি কেবল উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তায় নষ্ট করবে না, বিশ্ব আরও বিপজ্জনক ঝুঁকিতে ঠেলে দেবে।
আরো পড়ুন: বড় মেয়ে রাঘাদের চোখে কেমন ছিলেন সাদ্দাম হোসেন?
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একটি চুক্তি করে। এই চুক্তির আওতায় উত্তর কোরিয়া পরমাণু হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্রসজ্জিত সাবমেরিন মোতায়েন এবং সিউলকে নিজেদের পরমাণু পরিকল্পনায় অংশগ্রহণ করাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এসবের বিনিময়ে দক্ষিণ কোরিয়া নিজেদের পরমাণু অস্ত্র বিকাশ করবে না বলে চুক্তিবদ্ধ হয়।
ওয়াশিংটন ঘোষণা হিসেবে পরিচিত এই চুক্তিটি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানীতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়লের বৈঠকের সময় ঘোষণা দেওয়া হয়।
এম/
খবরটি শেয়ার করুন