ছবি-ফাইল
অমিতাভ এবং রেখা দু’জনেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও একাধিক পুরনো সাক্ষাৎকারে অমিতাভের প্রতি অনুভূতি নিয়ে রেখাকে সরব হতে দেখা গিয়েছে।
পাঁচ দশকের ক্যারিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’। অভিনয়ের জন্য যেমন তিনি প্রশংসা কুড়িয়েছেন তেমনই একাধিক বার সমালোচনায়ও জড়িয়েছে তাঁর নাম।
সবকিছু ছাপিয়ে জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন বলিউডের অন্যতম জুটি। যাদের সম্পর্ক সাক্ষী হয়েছে একাধিক ঝড়ের, উত্তাল পরিস্থিতি। কখনো খবরের শিরোনামে ভাঙনের গুঞ্জন, কখনো আবার অমিতাভ বচ্চনের নামের সঙ্গে জড়িয়েছে পরকীয়ার ট্যাগ।
একটা সময় রেখা ও অমিতাভের সম্পর্কের চর্চা ছড়িয়ে পড়েছিল ভারত জুড়ে। অমিতাভকে নিয়ে প্রকাশ্যে মনের কথা বলেছিলেন রেখা। তবে এ নিয়ে প্রকাশ্যে কোনও দিন জয়া মুখ খোলেননি। তবে শোনা যায়, তিনি নাকি একবার রেখাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ডিনারের জন্য।
সেই ডিনার টেবিলেই জয়া অনুরোধ করেছিলেন, অমিতাভের ইমেজ (ব্যক্তিত্ব) নষ্ট না করতে। অমিতাভের একটা সম্মান রয়েছে, তার দুই সন্তান রয়েছে। এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি এই অনুরোধ জানিয়েছিলেন, রেখা যেন তার ঘর না ভাঙেন।
আরো পড়ুন: কেন এখনো অবিবাহিত এই নায়িকা!
এতসব কিছু বটগাছের মতো দাঁড়িয়ে সহ্য করেছেন জয়া। একবার এক সাক্ষাৎকারে জয়া বচ্চনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি অমিতাভের সঙ্গে কোনও দিন কোনও নিরাপত্তাহীনতায় ভুলছিলেন কি না। তিনি সাফ জানিয়েছিলেন না, কোনও দিন না।
অপরদিকে জয়া যে সত্যি অমিতাভের আস্থা জয় করে সংসারটা আগলে রেখেছেন, একাধিকবার অমিতাভ বচ্চনও বিভিন্ন সাক্ষাৎকারে তা বলে থাকেন। যদিও জয়াকে নিয়ে নানা কটাক্ষ নেটদুনিয়ায় আছে তবু অমিতাভের সঙ্গে থাকলে তার মুখে হাসি ফোটে, তার প্রমাণ একাধিকবার মিলেছে।
এসি/ আই. কে. জে/