সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বলিউড

যে কারণে স্থগিত হলো জাহ্নবীর শুটিং

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

জাহ্নবী কাপুর - ছবি: সংগৃহীত

একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলি। রাজধানী দিল্লিতেও শুরু হয়েছে ভয়াবহ বন্যা। বাড়ছে খাবার, পানীয় জলের সঙ্কট। এদিকে চলতি মাসে দিল্লিতে শুটিং করার কথা ছিল বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘উলঝ’-এর। এই পরিস্থিতিতে সব ব্যবস্থা থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে স্থগিত হলো জাহ্নবীর শুটিং।

আন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুলাই থেকে দিল্লিতে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। ভাবা হয়েছিল, দিন পাঁচেক পর থেকে শুরু করা হবে শুটিং। আবহাওয়ার অবস্থার কোনও উন্নতি না হওয়ায় বাতিল হয়েছে সেই পরিকল্পনাও। সব মিলিয়ে প্রায় ১৫ দিনের শুটিং শিডিউল ছিল এ ছবির পুরো টিমের। 


জাহ্নবী কাপুর - ছবি: সংগৃহীত

শোনা যাচ্ছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ফের ছবির শুটিং করার চিন্তা করেছেন নির্মাতারা।

আরো পড়ুন: ‘মা’ হচ্ছেন ক্যাটরিনা!

সুধাংশু সরিয়া পরিচালিত ‘উলঝ’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের কথা রয়েছে জাহ্নবী কাপুরের। আর তার সঙ্গে থাকবেন দক্ষিণী অভিনেতা রোশান ম্যাথু ও অভিনেতা গুলশন দেবাই।

এম/


জাহ্নবী কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন