বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যেভাবে বাংলাদেশ থেকে সংগ্রহ করা যাবে বিশ্বকাপের টিকিট

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে আইসিসির মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের। ভেন্যু আর সূচি চূড়ান্তের পর এবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকেটের দামও প্রকাশ করা হয়েছে। এবারের আসরের মোট ৫ টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতা। তবে প্রত্যেক ম্যাচের জন্য টিকেটের আলাদা দাম নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। 

গতকাল সোমবার কলকাতার ভেন্যুর টিকেটের দাম প্রকাশ করেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সবমিলিয়ে ৬৫০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত খরচ করতে পারলেই ইডেনের মাঠে বসে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ। তবে ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন বাংলাদেশ থেকে কিভাবে সংগ্রহ করা যাবে বিশ্বকাপ ম্যাচের টিকিট।

সুসংবাদ হলো ঢাকা থেকেই ক্রয় করা যাবে ভারত বিশ্বকাপ ম্যাচের সকল টিকিটই। কাতার বিশ্বকাপ টিকিটের দায়িত্ব পেয়েছিল যে প্রতিষ্ঠান, 'ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক' তারাই আবার পেয়েছে ভারতে হতে যাওয়া আইসিসি মেগা ইভেন্টের টিকিটের দায়িত্ব। ভারত প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশিদের বাড়তি আগ্রহ রয়েছে। যে কারণে টিকেটিং কার্যক্রম সহজ এবং স্বচ্ছ রাখতে চায় প্রতিষ্ঠানটি। মিলবে বিভিন্ন ভেন্যুর তথ্য এবং ভ্রমণ সেবাও। টিকেট বিক্রির টাকা থেকে বাংলাদেশ সরকার রাজস্ব পাবে।

ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিকের প্রধান নির্বাহী জহিরুল আলম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের যে আইডিয়া দেওয়া হয়েছে সেখানে পাঁচটি ক্যাটাগরিতে টিকিট মিলবে বলে জানানো হয়েছে। এ-বি-সি-ডি-ই গ্লোবালি তারা দায়িত্ব নিয়েছে টিকিট হ্যান্ডেলিংয়ের জন্য। তাদের একটা হ্যান্ডেলিং চার্জ এখানে রয়েছে। তারপর আইসিসির টিকিটের চার্জ একটা আছে। এরপর আইসিসি বলেছে যেখানে খেলা হবে সেখানে একটা হোটেল বা বিমান টিকিটটা যোগ করতে হবে। সেই সঙ্গে আমাদের সার্ভিস চার্জ রয়েছে। এই চারটি কম্পোনেন্ট মিলেই আমাদের টিকিটের দাম নির্ধারণ করা হবে।'

আরো পড়ুন: তাসকিন-শরীফুলের তোপে পাওয়ার প্লে'তে বিপর্যস্ত আফগানিস্তান

ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিকের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাজমুল হাসান বলেন, 'ই-কমার্স ট্রান্সফরমার তৈরি করছি। যাতে করে বাংলাদেশসহ সারাবিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের মাধ্যমে টিকিটগুলো নিয়ে নিতে পারবে। আর তাদের টিকিটগুলো সেই অনুযায়ী আমরা বাংলাদেশসহ সব জায়গাতে ডিস্ট্রিবিউশন করে দেব।'

এম/


বাংলাদেশ বিশ্বকাপ টিকিট

খবরটি শেয়ার করুন