শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পদ্মার ২২ কেজির পাঙ্গাস বিক্রি হলো ৩২ হাজারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পদ্মী নদীতে জেলের জালে আটকা পড়েছে ২২ কেজি ওজনের পাঙ্গাস মাছ। মঙ্গলবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় স্থানীয় জেলে বাসুদেব হলদারের জালে মাছটি ধরা পড়ে। 

বাসুদেব হলদার জানেন, অন্যান্য দিনের মতো মঙ্গলবার ভোরেও কয়েকজন জেলের সঙ্গে মাছ শিকারে গিয়েছিলেন তিনি। শুরুতে নদীর বিভিন্ন স্থানে জাল ফেললেও মাছের দেখা পাননি। এক পর্যায়ে সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেলেন। সেখান থেকে জাল তোলার সময় ঝাঁকুনি দেখেই বুঝতে পেরেছিলেন যে বড় কিছু আটকা পড়েছে। পরে নদী থেকে নৌকায় জাল তোলার পর সেখানে বড় একটি পাঙ্গাস দেখতে পান তারা। 

আরো পড়ুন: দুর্গম পাহাড়ে পানি সমস্যা নিরসনে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন

সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাটের আড়তে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২২ কেজি। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন। 

চান্দু মোল্লা বলেন, “উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনেছি। এটি বিক্রির জন্য মোবাইলে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি। কেজি প্রতি ৫০ টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দেব।”

এম/

 

রাজবাড়ী পদ্মা বিক্রি

খবরটি শেয়ার করুন