রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তান- বাংলাদেশ টেস্ট সিরিজ

রাত পোহালেই ঢাকা টেস্ট

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

প্রতীকী ছবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হতে আর বাকি নেই একদিনও। আজ রাত পেরোলেই কাল সকালে সাদা পোশাকের লড়াইয়ে নামতে হবে টাইগার বাহিনীকে। এই ম্যাচকে সামনে রেখে দলগত অনুশীলনে ব্যস্ত দুই দল। টিকেটের মূল্য ও খেলার সময়সূচি প্রকাশের পর এবার কোন চ্যানেলে দেখানো হবে খেলা, তা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।তবে এখনও অনিশ্চিত টাইগার ওপেনার তামিম ইকবাল আর পেসার তাসকিন আহমেদের খেলা।

তবে তামিম খেলতে পারবেন কিনা সেটি নিয়ে আজই অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন টাইগারদের কোচ হাথুরুসিংহে। 


বাংলাদেশ-আফগানিস্তান দল - ছবি : বিসিবি

হাথুরু বলেন, ‘আমার মনে হয় সে (তামিম) অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। একদিন আগেও অনুশীলন করেছে, তখন ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় অস্বস্তি অনুভব করেছে তামিম। তাই আজ সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর আবার তাকে পর্যবেক্ষণ করা হবে।’

তামিম বাদে শঙ্কা রয়েছে সদ্য ইনজুরি থেকে ফেরা তাসকিন আহমেদকে নিয়েও। তাসকিন বেশ ভালোভাবে অনুশীলন করেছেন তবে টেস্ট ম্যাচের অতিরিক্ত পরিশ্রম আর চাপ নিয়েই রয়েছে শঙ্কা।

ঢাকা এক্সপ্রেসকে নিয়ে হাথুরুসিংহে জানান, ‘তাসকিন আসলে ভালোভাবে অনুশীলন করেছে পুর্নবাসনের সময়টাতে। আমরা দেখেছি সে সেরা অবস্থায় আছে। আমরা তাকে খেলাতে চাইলে সে প্রস্তুত আছে। ওর এখন কোনো ইনজুরি নেই। বোলিংয়ের ওয়ার্কলোডটা এই সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখব।’

সোমবার (১২ জুন) জরুরি সভা শেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ও জিটিভি সরাসরি সম্প্রচার করবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ। ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে সিরিজটি।

আরো পড়ুন: পিএসজিতে থাকতে চান না এমবাপ্পে, ক্লাবও রাখতে চায় না

র্যাবিটহোলের মাধ্যমে সিরিজটি উপভোগ করতে পারবে ক্রিকেটপ্রেমীরা। ভারতে অবস্থানকারী দর্শকরা দেখতে পারবে ফ্যানকোডের মাধ্যমে। আর আফগানিস্তানের দশর্করা সবকটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছে আরটিএ স্পোর্টসে।


এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন