ছবি: সংগৃহীত
বিমানবাহিনীর ভলিবল দল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের তপ্ত জমিন। এবাদত হোসেন চৌধুরীর ‘স্যালুট’ এখন ক্রিকেট বিশ্বে সমাদৃত। এরই মধ্যে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষের সিরিজে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। হাঁটুর সেই চোটই এই পেসারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যে কারণে আসন্ন এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েন এবাদত। তবে দ্রুত মাঠের ক্রিকেটে ফিরতে উন্নত চিকিৎসার লক্ষ্যে এই টাইগার পেসা সোমবার (২৮ আগস্ট) লন্ডনে যাচ্ছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানান, ‘টিকিট-টা নিশ্চিত হলেই সে কাল যাবে। সেখানে অলরেডি একজন ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেওয়া হয়েছে। এবাদতের সঙ্গে একজন ফিজিও যাচ্ছেন।’
এর আগে গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে এবাদতের না থাকা নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছিলেন, ‘আপনারা জানেন এবাদত আমাদের ইমপ্যাক্টফুল বোলারদের একজন। আমাদের পাঁচজন ফাস্ট বোলারের মধ্যে যারা শেষ কয়েকটি সিরিজে খেলেছে, তাদের মধ্যে সে দ্রুতগতির বোলারও। তাই এটা আমাদের জন্য বড় ক্ষতি এবং তার বিকল্প বের করা আমাদের জন্য কঠিন কাজ। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।’
আর.এইচ
খবরটি শেয়ার করুন