বলিউড বাদশাহ শাহরুখ খান - ছবি: সংগৃহীত
বলিউড বাদশাহ শাহরুখ খান শুটিংয়ে সময় আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলসে তার এ শুটিং চলচিল। আহত হওয়ার পর তাকে হাপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট একটি অপারেশনও করা হয়েছে।
আরো পড়ুন:বিধূর ভালোবাসায় মাহফুজ-বুবলি!
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, আমেরিকায় তার আগামী সিনেমার শুটিং করছেন শাহরুখ খান। শুটিং করতে গিয়েই নাকে গুরুতর চোট পান তিনি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাকে অস্ত্রোপচার হয়েছে তার। আপাতত ভারতে ফিরে এসেছেন অভিনেতা, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।
এম/