ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্ভরতার নাম লিটন কুমার দাস। ব্যাটিং কিংবা উইকেটের পেছনে, লিটনের ওপর আস্থা টিম ম্যানেজমেন্টের। এবার তামিমকে ছাড়াই নিজের পছন্দের একাদশ ঘোষণা করলেন লিটন দাস।
আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তাই লিটনের কাছ থেকে জানতে চাওয়া হল তার নিজের বিশ্ব একাদশ নিয়ে।
লিটনের সেরা একাদশ
১। বীরেন্দর শেবাগ
২। সনাৎ জয়সুরিয়া
৩। শচীন টেন্ডুলকার
৪। রিকি পন্টিং
৫। লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক)
৬। সাকিব আল হাসান
৭। ওয়াসিম আকরাম
৮। শেন ওয়ার্ন
৯। মুত্তিয়া মুরালিধরন
১০। শোয়েব আখতার
১১। চামিন্দা ভাস
খবরটি শেয়ার করুন