শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইহুদি উপাসনালয়ে হামলাকারী জিহাদ সম্পর্কে যা জানা গেল *** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন

শাকিবের বিপরীতে এবার বলিউড অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, বলিউডের সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। আর সেই ছবিতে নায়িকা থাকবেন শ্রদ্ধা কাপুর। তবে শেষ পর্যন্ত সেই ছবি আলোর মুখ দেখেনি। কেবল কথার মাঝেই সীমাবদ্ধ থেকেছে।

এবার আবারও শাকিবের বলিউড অভিষেকের খবর ছড়িয়ে পড়েছে। অনন্য মামুন তাকে নিয়ে বলিউডের মোড়কে সর্বভারতীয় সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘শাকিব খানের নতুন ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় তৈরি হবে। আগামী সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে ছবিটির শুটিং হবে। একটানা ৩৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে পুরোপুরি কাজ শেষ হবে ছবিটির। বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে নাম চূড়ান্ত না হওয়া এই ছবি।’

এদিকে ছবির নায়িকা নিয়েও ধুম্রজাল সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, নেহা শর্মা থাকবেন ঢালিউড কিংয়ের বিপরীতে। তবে মামুন আরও কয়েকজন নায়িকার নাম জানালেন। প্রাচী দেশাই, জেরিন খান ও শেহনাজ গিল— এই তিন জনের মধ্যেও একজন থাকতে পারেন। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এখনই মুখ খুলতে চাইছেন না পরিচালক।

চার জনের মধ্যে কাকে দেখা যাবে— জানতে চাইলে মামুনের উত্তর, ‘আর কয়েকটা দিন সময় দিন। তবে এটুকু বলছি, কিছু একটা হবে, যা কেউ আগে ভাবেনি। তবে আপনাকে এটুকু বলছি, তাদের মধ্য থেকে কেউ একজনই থাকবেন।’

শাকিব খান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। দেশে ফিরবেন এ মাসের শেষ সপ্তাহে। ছবিটি নিয়ে তিনি এখনো কোনো কথা না বললেও ধারণা করা হচ্ছে, ফেরার পর সবকিছু চূড়ান্ত করে তবেই আনুষ্ঠানিকভাবে কথা বলবেন।

এর আগে শাকিব খানকে নিয়ে ‘নবাব এলএলবি’ নামের একটি দুই কিস্তির ছবি বানিয়েছিলেন মামুন। যদিও ছবিটি তেমন সাড়া ফেলেনি।

ওআ/


বলিউড শাকিব খান বিনোদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250