বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যে ৫ মসলা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আমাদের প্রতিদিনের খাবারের একটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ মসলা। প্রয়োজনীয় মসলা সঠিক পরিমাণে খাবারে মেশালে সেই খাবারের বিশেষ স্বাদ পাওয়া যায়। মসলা কেবল খাবারের স্বাদ এবং গন্ধ বাড়াতে ব্যবহার করা হয় না, পাশাপাশি বেশকিছু স্বাস্থ্য সুবিধাও দেয়। জেনে নিন কয়েকটি মসলা সম্পর্কে যেগুলো শীতকালে প্রতিদিন ব্যবহার করা উচিত।

মেথি

আমরা অনেক খাবারে মেথি যোগ করি। এর স্বাদ কিছুটা তিক্ত, যা খাবারের মিষ্টিতা কমিয়ে দেয় এবং খাবারে বাদামের স্বাদ দেয়। স্বাদের পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা কমাতেও সাহায্য করে। মেথি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে, যার কারণে শরীরে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

মৌরি

আমরা প্রায়ই মুখের ফ্রেশনার হিসেবে মৌরি খাই। এটি খাবারে মেশালে খাবারে চমৎকার সুগন্ধ পাওয়া যায়। এতে খাবারের স্বাদ আরও ভালো হয়। এছাড়া এটি খেলে হজমশক্তিও ভালো হয়। তাই মৌরিকে আপনার মসলার বাক্সের একটি অংশ করে নিন। এটি আপনার জন্য বেশ উপকারী হতে পারে।

আরো পড়ুন : বাসন মাজলেই কমবে মানসিক চাপ!

জিরা

জিরা আমাদের রান্নাঘরের সবচেয়ে সাধারণ অংশ। অনেক সবজি তৈরির প্রথম ধাপ হলো জিরা ফোড়ন। জিরা টেলে গুঁড়া তৈরি করা হয়, যা নানাভাবে খাবারে ব্যবহার করা যায়। এটি পানিতে সেদ্ধ করেও পান করা যেতে পারে, যা ওজন কমাতে এবং হজমের জন্য উপকারী।

গোলমরিচ

গোলমরিচ খাবারে মসলাদার স্বাদ যোগ করে, যা খাবারটিকে বেশ সুস্বাদু করে তোলে। আপনি এটি আস্ত ব্যবহার করতে পারেন বা এর গুঁড়াও ব্যবহার করতে পারেন। গোলমরিচ খেলে তা সর্দি-কাশির মতো সমস্যা থেকে মুক্তি পেতেও সাহায্য করে।

সরিষা

আমরা অনেক খাবারের জন্য মসলা হিসাবে সরিষা ব্যবহার করি, যা সুগন্ধ দেয় এবং খাবারে ভিন্ন স্বাদ যোগ করে। এটি পাউডার হিসেবেও খাবারে মেশানো হয়। সরিষা অনেক ধরনের আছে। কালো এবং হলুদ সরিষা সাধারণত ব্যবহার করা হয়।

এস/  আই.কে.জে


শীত মসলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250