বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হতে যাচ্ছে রুবারু মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩

#

ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে সিকিম এবং দার্জিলিংসহ এর প্রতিবেশি অঞ্চলগুলোতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরুষদের প্রতিনিধিত্বের হার বৃদ্ধি পেয়েছে। রুবারু মিস্টার ইন্ডিয়া-২০২৩ এ সিকিম, কালিম্পং এবং শিলিগুড়ির প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত এক ঝাঁক যোগ্য তরুণেরা।

পূর্বে এই ধরনের প্রতিযোগিতার চল অবশ্য ছিলো না এইসব অঞ্চলে। সিকিমের সিতিজ শিওয়াকোতি এবং কোনজাং তোপগে, কার্সেয়ং এর বিমেরশ রাসাইলি এবং শিলিগুড়ির বিশ্বজিৎ রায় রুবারু মিস্টার ইন্ডিয়ায় অংশ নিয়েছিলেন। পরবর্তীতে তারা মিস্টার গ্লোবালের মতো আন্তর্জাতিক পর্যায়েও অংশ নেন এবং থাইল্যান্ডে মিস্টার ন্যাশনাল ইউনিভার্সে অংশ নেওয়ার সুযোগও লাভ করেন।

সিকিমের রেভান প্রধান, ২১ বছর বয়সী ৬.৩ ফুট উচ্চতার একজন সুদর্শন যুবক। তিনি গ্যাংটকের অধিবাসী। গত ২৬ মে গ্যাংটকের উইন্ডহামের হোটেল ডেসইন-এ অনুষ্ঠিত অডিশনের সময় তিনি নির্বাচিত হন।

এমন প্রতিযোগিতায় নতুন হওয়া সত্ত্বেও তার আত্মবিশ্বাসের কারণেই তিনি আগস্টে অনুষ্ঠিতব্য ১৯তম রুবারু মিস্টার ইন্ডিয়া ২০২৩ এ অংশ গ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

একইভাবে, পশ্চিমবঙ্গের ল্যাকমে অ্যাকাডেমি শিলিগুড়িতে অনুষ্ঠিত অডিশনের সময়, অন্য দুই যুবককে নির্বাচিত করা হয়। তারা হলেন- কালিম্পং জেলার পেডং উপ শহরের ২১ বছর বয়সী নাওয়াং শেরিং ভুটিয়া এবং শিলিগুড়ির ২২ বছর বয়সী মোহম্মদ আদর্শ। 

নাওয়াং, বর্তমানে পেডং-এর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি নিচ্ছেন, তিনি একজন পুলিশ অফিসার বা অভিনেতা হতে চান। ৬ ফুট উচ্চতার নাওয়াং কালিম্পং জেলা থেকে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম প্রতিযোগী হবেন।

অন্যদিকে ৫.৮ ফুট উচ্চতার আদর্শ একজন ফিটনেস প্রশিক্ষক, ক্রীড়াবিদ এবং অভিজ্ঞ মডেল। প্রতিযোগিতা নিয়ে তারা দুজনেই আশাবাদী। 

রেভান এবং নাওয়াং এ প্রতিযোগিতায় নতুন হলেও নিজ নিজ জেলাকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তারা দুজনেই আশাবাদী। অন্যদিকে আদর্শের এদিক দিয়ে পূর্ব অভিজ্ঞতা রয়েছে। 

গত ১৯ মে সিকিম, কালিম্পং এবং দার্জিলিং এ এবং ২৬ মে শিলিগুড়ি এবং গ্যাংটকে অডিশন অনুষ্ঠিত হয়। রুবারু মিস্টার ইন্ডিয়ার রাজ্য পরিচালক, ইয়ুগান তামাং এ অডিশন পরিচালনা করেন।

আই. কে. জে/ 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন