সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার চরিত্র করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে : নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

দুই বাংলায় ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আজ ঢালিউডে তো কাল টলিউডের ক্যামেরায় নিজেকে মেলে ধরছেন। ফলে তার ঝুলিতে একের পর এক যুক্ত হচ্ছে মনে রাখার মতো সিনেমা।

নুসরাত ফারিয়া বাণিজ্যিক ঘরানার সিনেমায় নিজেকে ভালোভাবে মেলে ধরেছেন। যদিও এখন পর্যন্ত বলার মতো কোনো ব্যবসাসফল সিনেমা উপহার দিতে পারেননি। তবে গ্ল্যামারের কারণে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন।

তবে ফারিয়ার ক্যারিয়ারে অন্যতম পাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা। সে কারণে বেজায় উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

গণমাধ্যমকে ফারিয়া বলেন, ‘এ রকম একটা চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে খুব লাকি লাগছে। এমন সুযোগ ভবিষ্যতে আর পাব না হয়তো। তাই সত্যিই পুরো বিষয়টা স্বপ্নের মতো।’

আরো পড়ুন: এবার কুমিল্লার মানুষকে অনেক ভালো ও ধার্মিক বললেন আঁচল

বঙ্গবন্ধুর জীবনভিত্তিক সিনেমাটির নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। এটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। আগামীকাল  ১৩ অক্টোবর মুক্তি পাবে বহু আকাঙ্ক্ষিত এই ছবি।

এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় দেখা যাবে আরিফিন শুভকে। এছাড়া তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মীসহ আরও অনেকে অভিনয় করেছেন।

এসি/ আই. কে. জে/ 

নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্র

খবরটি শেয়ার করুন