শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

শোক দিবস ঘিরে জঙ্গি বা সন্ত্রাসী হামলার তথ্য নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জঙ্গি হামলা বা অন্য কোনো নাশকতার হুমকি নেই। তারপরেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং থাকবে।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অন্যান্য বছরের তুলনায় এবার ১৫ আগস্টে ২০ থেকে ৩০ ভাগ বেশি লোক সমাগম হবে বলে মনে করেন খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, এবার জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সেদিন আগত লোকজন সামাল দেওয়া পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

ডিএমপি কমিশনার বলেন, এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাওয়ার পর শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য পৃথক নিরাপত্তাব্যবস্থা থাকবে এবং জনগণের জন্যও নিরাপত্তাব্যবস্থার আয়োজন থাকবে বলে জানান তিনি।

আগন্তুকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা কোনো ব্যাগ ও ছুরি বা ধারালো অস্ত্র নিয়ে আসবেন না। এখানে প্রবেশের আগে সবাইকে আর্চওয়ে দিয়ে চেক করা হবে৷ আপনারা জানেন যে, কয়েক দিন থেকে আমরা রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছি। এছাড়াও আমরা আবাসিক হোটেলগুলোও তল্লাশি চালাচ্ছি। যার কারণে আমাদের আগে থেকেই পূর্বপ্রস্তুতি ও অভিযান চলছে। এই অভিযান অব্যাহত আছে।

নির্বাচনের আগের বছর হিসেবে পুলিশ ও সরকারকে যাতে বিব্রতকর অবস্থায় না ফেলতে পারে, তার জন্য ডিএমপির পূর্ণ প্রস্তুতি আছে জানান ডিএমপি কমিশনার।

এ সময় নগর পুলিশের প্রধান জানান, জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও সাইবার জগত মনিটরিং করছে পুলিশ। ১৫ আগস্টকেন্দ্রিক যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

ওআ/



ডিএমপি কমিশনার জঙ্গি সন্ত্রাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250