বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা যা খাবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাঁচ বছর পর শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে আগামী মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি। শ্বশুরবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কি খাবেন, কি করবেন এ নিয়ে কৌতুহলের শেষ নাই মানুষের।

এ বিষয়ে রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য (দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক) জিন্নাত হোসেন লাভলু জানান, গণতন্ত্রের মানসকন্যা, রংপুরের পুত্রবধূ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বিমানযোগে সৈয়দপুর আসবেন। পরে সড়ক পথে তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন। 

এরপর তিনি সড়ক পথে পীরগঞ্জের ফতেহপুর জয় সদনের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। শ্বশুরবাড়ি ফতেহপুর জয় সদনে পৌঁছে তিনি আন্তর্জাতিক খ্যাতনামা পরমাণু ও পদার্থ বিজ্ঞানী স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করবেন। পরে জয় সদনে দুপুরের খাবার খাবেন। 

আরো পড়ুন: শ্রম আদালতে ড. ইউনূস

দুপুরের খাবার হিসেবে তিনি রুটির সাথে ছোট মুরগীর মাংস খাবেন বলে জানা গেছে। এরপর বিশ্রাম নেবেন মাননীয় প্রধানমন্ত্রী। পরে বিকেলে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। এরপর তিনি সড়ক পথে সৈয়দপুর হয়ে বিমান যোগে ঢাকায় ফিরবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনের খবরে রংপুর ও আশে পাশে জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত। সেই সাথে তারাগঞ্জ ও পীরগঞ্জবাসী বরণ করে নিতে অধির আগ্রহে রয়েছেন।

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্বশুরবাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন