সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকার পরিবর্তিত অধিনায়ক মেন্ডিস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারত বিশ্বকাপে বড় দুঃসংবাদটা পেলো শ্রীলংকা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক দাসুন শানাকা। লংকান দলপতির আগেই হালকা ইনজুরি ছিল। এরপর গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে পেলেন আরও বড় চোট। যেটা এই বিশ্বকাপে আর সারার মত নয়। 

শেষ পর্যন্ত শনিবার (১৪ অক্টোবর) ঘোষণা করা হলো, বিশ্বকাপই শেষ হয়ে গেলো লঙ্কান অধিনায়কের।

যদিও লংকান টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা বলেছেন, শানাকা বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে না পারলেও তিনি দলের সঙ্গে ভারতেই অবস্থান করবেন।

দাসুন শানাকার পরিবর্তে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলংকা দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা কুশল মেন্ডিস। এর আগে ২৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।

চলতি বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছেন মেন্ডিস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ৭৬ রানের দুর্দান্ত ইনিংস। এরপর পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ১২২ রানের ইনিংস। এর আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেন ১৫৮ রান।

আরো পড়ুন: টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠালো ইংল্যান্ড

শানাকার ইনুজরিতে কপাল খুলেছে চামিরা করুণারত্নের। চামিরা এতদিন রিজার্ভ বেঞ্চের সদস্য হিসেবে দলের সাথে অবস্থান করছিলেন। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শানাকায় জায়গায় খেলবেন এই পেসার অলরাউন্ডার।

দল ঘোষণার আগে থেকেই শ্রীলঙ্কান দল ছিল ইনজুরিতে জর্জরিত। পুরোপুরি চোট কাটিয়ে উঠতে না পারায় ছন্দে থাকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বাদ দিয়েই গঠন করতে হয়েছিলো বিশ্বকাপ স্কোয়াড।

এসকে/ 


শ্রীলঙ্কা অধিনায়ক বিশ্বকাপ দাসুন শানাকা কুশল মেন্ডিস

খবরটি শেয়ার করুন