সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সঠিক রঙের লিপস্টিক বেছে নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

লাল, বেগুনি, কমলা, বাদামি আরও কত কি রং। নানা রঙের লিপস্টিকে ছড়াছড়ি প্রসাধনী বাজার। তারপরও কোন লিপস্টিক বেছে নেবেন তা বুঝতে পারে না অনেকেই। ঠিক কোন রংটায় যে ফুটে উঠবে মুখখানা, তা জানতে ছোটেন হাজারো মতামতের পেছনে। আত্মবিশ্বাসের এই যুগে যেকোনো রং মেখে নিতে পারেন আপনি। প্রয়োজন শুধু নিজেকে ক্যারি করা। তারপরও লিপস্টিকের রং বা ধরনের ফলে তারতম্য দেখা দেয় সাজে।

ডার্ক স্কিন টোন

শ্যামলা বা ডার্ক স্কিনের সৌন্দর্য হচ্ছে, যেকোনো বোল্ড রং মানিয়ে যায় খুব সহজে। তবে লিপস্টিক দেয়ার ক্ষেত্রে বেশি জোরে না ঘষে স্বাভাবিকভাবে মাখতে হবে। এতে লিপস্টিকের রং আপনাকে ক্লান্ত দেখাবে না। তবে পেস্ট, হলুদ রং এড়িয়ে চলাই ভালো। এই রংগুলো শ্যামলা রংকে চাপিয়ে দেয়।

সাদা স্কিন টোন

সাদা টোনের ব্যক্তিরা লিপস্টিকের রঙের ক্ষেত্রে বেছে নিতে পারেন যেকোনোটা। তবে সাদা টোনের ক্ষেত্রে এমন রং লাগালে ভালো, যা তাদের আরও ফরসা দেখাবে না। অতিরিক্ত ফরসা দেখানোর ফলে অনেক সময় ত্বক ফ্যাকাশে মনে হয়।

হলুদ স্কিন টোন

রং বেছে নেয়ার ক্ষেত্রে হলুদ টোনের ব্যক্তিরা পায় অগ্রাধিকার। এই টোনের স্কিনে যেকোনো রং যেমন সহজে মানিয়ে যায়, তেমনি ফুটিয়ে তোলে আপনার লুককেও। তবে কিছু রং আছে, যা হলদে স্কিনে স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। যেমন: কালো বা চকলেট, সবুজ ও নীল।

আরো পড়ুন: গরমে নখের যত্ন নিবেন যেভাবে

ফ্যাকাশে স্কিন টোন

এই ধরনের স্কিনে গোলাপি বা হলদে আভা না থাকায় একটু ফ্যাকাশে দেখায়। তাই লিপস্টিকের রং ঠিক না মানালে অনেক সময় দেখাতে পারে মলিন। তাই এই স্কিনে বেশি গাঢ় বা হালকা রঙের লিপস্টিক না লাগিয়ে, মাঝারি শেডের ম্যাট রং ভালো লাগবে।

লিপস্টিক বেছে নেয়ার ক্ষেত্রে শুধু রং নয়, মাথায় রাখতে হবে সময় ও ঋতুও। দিনে বা গরমে বেশি চকচকে বা গ্লোস লাগালে তৈলাক্ত ত্বক আরও বেশি তৈলাক্ত মনে হবে। আবার শীতের শুষ্ক আবহাওয়ায় ঠোঁটে ম্যাট লাগানো উচিত নয়।

এম এইচ ডি/ আইকেজে 

রঙ লিপস্টিক

খবরটি শেয়ার করুন