শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যন্য শরিকদলের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকেই বিভিন্ন জেলা অভিমুখে লঞ্চগুলো সদরঘাট থেকে ছাড়তে দেখা গেছে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলোও ঘাটে পৌঁছাতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই চাঁদপুর, ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা অভিমুখে লঞ্চ ছেড়ে গেছে সদরঘাট থেকে। লঞ্চ চলাচলের পাশাপাশি বুড়িগঙ্গা নদীতে নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘অবরোধে লঞ্চ বন্ধ নেই। যাত্রী হলেও লঞ্চ চলবে। সকাল থেকে সব রুটেই লঞ্চ চলাচল করছে।’

এদিকে অবরোধ কর্মসূচি প্রথম দিনে সকাল থেকেই রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সরেজমিনে দেখা গেছে, সকাল সাতটা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর গ্রিন রোড, তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, নাবিস্কো, পান্থপথ, কলাবাগান, কারওয়ান বাজার, খিলক্ষেত, মিরপুর, শেওড়াপাড়া, খেজুরবাগান এলাকায় রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা বেশি দেখা গেছে। বাস চলাচলও ছিল প্রায় অন্যান্য দিনের মতোই। ব্যক্তিগত গাড়ি কিছুটা কম চলছে।

কারওয়ান বাজারে সকালে মালবাহী পিকআপ, ট্রাক চলতে দেখা গেছে। এ ছাড়াও ঢাকায় ট্রেন ঢুকতে দেখা গেছে সকাল আটটার দিকে।

মঙ্গলবার ভোর থেকে ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে মহাসড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। জামায়াতে ইসলামীও এই তিন দিন অবরোধ কর্মসূচি দিয়েছে।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছিল বিএনপি। সমাবেশ শুরু হওয়ার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে দলটির নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। হরতাল শেষে সারাদেশে মহাসড়ক, রেল ও নৌপথে তিন দিনের (৩১ অক্টোবর ভোর থেকে ২ নভেম্বর) অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির পর জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ ঘোষণা করে।

ওআ/

লঞ্চ

খবরটি শেয়ার করুন