শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

সরকার পদত্যাগ করলে সংলাপ হবে: ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সংলাপের বিষয়ে আওয়ামী লীগ বলছে কোনো শর্ত থাকতে পারবে না, তবে বিএনপিও কোনো অবৈধ সরকারের সঙ্গে সংলাপে বসবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ অক্টোবর) সরকার পতনের একদফা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাংবিধানিকভাবে সরকার বৈধ নয়। সংলাপের জন্য সবার আগে সরকারকে পদত্যাগ করতে হবে।

নির্বাচনের আগে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এদের (আওয়ামী লীগ) মুখে রাম রাম শোভা পায় না। আগে পদত্যাগ করেন, সংসদ বিলুপ্ত করেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন। তাদের অধীনে নির্বাচন হবে।

এ সময় খালেদা জিয়ার বিচার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে বিচারকরা আদেশ দিয়েছেন, তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। একটাই লক্ষ্য সরকারের পতন ঘটাতে হবে।

আরো পড়ুন: আর কতো মিথ্যা বলবেন, মির্জা ফখরুলকে কাদের

সমাবেশে বিএনপি নেতারা বলেন, সামনের আন্দোলনে আঘাত এলে, পাল্টা আঘাত করতে হবে। ভাঙতে হবে আন্দোলনে আইনি ব্যারিকেড।

এদিকে যুব সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যানার, প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে পল্টনে জড়ো হন নেতাকর্মীরা। ঢাকার বাইরের জেলাগুলো থেকেও যুবদলের নেতাকর্মীরা আসেন সমাবেশে। দুপুর নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।

এসকে/

বিএনপি আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবৈধ সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন