শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি আলিয়া মাদ্রাসার দুটি হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

রাজধানীর বকশি বাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৯ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিটি আজ রোববার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামাহ কাশগরী (রহ.) হল ও শহীদ ইব্রাহিম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) হলে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হলে অবস্থান করা সব শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়।

মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্য সংঘর্ষের ঘটনার পরই এ সিদ্ধান্তেরা কথা জানানো হলো।



একে/


সরকারি মাদ্রাসা-ই-আলিয়া আবাসিক হল বন্ধ

খবরটি শেয়ার করুন