বিশেষ সেবা কাউন্টার ও হেল্প ডেস্কের উদ্বোধন করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম
দেশে সর্বস্তরের নাগরিকদের সুবিধা দিতে সরকার প্রথমবারের মতো চালু করেছে সর্বজনীন পেনশন স্কিম। সরকারঘোষিত নতুন সামাজিক নিরাপত্তার এ স্কিমের হিসাব খোলার একমাত্র দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি।
সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা দিতে ব্যাংকের স্থানীয় কার্যালয়ে বিশেষ সেবা কাউন্টার ও হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
রোববার (২০ আগস্ট) স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশেষ সেবা কাউন্টার ও হেল্প ডেস্কের উদ্বোধন করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।
আরো পড়ুন: সর্বজনীন পেনশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: কী কী সুবিধা পাবেন সর্বজনীন পেনশনে, জেনে নিন বিস্তারিত
এসকে/