বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইমার্জিং এশিয়া কাপ

সাকিব-তামিমে বড় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় তিনশো পার করেও হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ‘এ’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা। তানজিম হাসান সাকিবের আগুণ ঝরা বোলিংয়ের পর তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ওমানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

শনিবার (১৫ জুলাই) টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ওমান। দলীয় ৯ রানে জোড়া উইকেট হারায় তারা।

এরপর কেশপ প্রজাপ্রতি ও আয়ান খান মিলে ৪৫ রানের জুটি গড়েন। তবে দলীয় ৫৪ রানে আরও দুই ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওমান। 

সাকিবের বোলিং তোপে মাত্র ১২৬ রানে অলআউট হয় ওমান। প্রজাপ্রতি ৫০ বলে ২২, আয়ান ৪৭ বলে ২৬ ও শুবো পল ৬৪ বলে ২৫ রান করেন। বাংলাদেশের পক্ষে সাকিব নেন ৪টি উইকেট।

১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তামিম ও নাইম শেখ। আগ্রাসী ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন তামিম। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে জয়ের সুবাস পায় বাংলাদেশ।

আরো পড়ুন: লিওনেল মেসিকে বরণ করে নিতে যে আয়োজন করছে মায়ামির সমর্থক গোষ্ঠী

দলীয় ১০৯ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ৪৯ বলে ৬৮ রান করে তামিম ও রানের খাতা না খুলেই আউট হন সাইফ হাসান। এরপর জাকির হাসানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন নাইম।

নাইম ৪২ বলে ৪৭ ও জাকির ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ওমানের পক্ষে আকিব নেন ২টি উইকেট।  

এম/


সাকিব তামিম বাংলাদেশ

খবরটি শেয়ার করুন