ছবি : সংগৃহীত
প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন চিত্রনায়ক ফেরদৌস । ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন । তিনি মোট ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।
রবিবার (৭ই জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান। এই আসনে ভোট পড়েছে ২১.৭৮ শতাংশ।
আরো পড়ুন: সিলেট-৬ আসনে জয়ী সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ফেরদৌস আহমেদকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন তার শোবিজ অঙ্গেনের বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা। এছাড়া আরও অনেকে এই তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
এইচআ/ ওআ