শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

সাকিবের মতো অলরাউন্ডার আর নেই:নাজমুল হাসান পাপন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রায় ১৭ বছর কাটিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। লম্বা সময়ে দেশের ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি পুরোটা জুড়েই পারফর্ম করে গেছেন এই অলরান্ডার। দেশের ক্রিকেটকে অসংখ্য আনন্দের উপলক্ষ এনে দেয়া তারকা এই ক্রিকেটার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে। ব্যাটিং ও বোলিংয়ে তিন ফরম্যাটেই এত ধারাবাহিক ক্রিকেটার মেলা সত্যিই বেশ কঠিন।

বাংলাদেশের হয়ে বরাবরই দুর্দান্ত পারফর্মার সাকিব। দলের ম্যাচজয়ে সাকিব অবদান রাখেন না এমনটা খুব কম সময়ই দেখা যায়। সবশেষ এক যুগে সাকিব এবং ম্যাচসেরা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। নিঃসন্দেহে বলা যায়, তার মাপের কোনো অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত আসেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠেও একই সুর। তার মতে, বাংলাদেশে সাকিবের চেয়ে ভালো ব্যাটার কিংবা বোলার থাকলেও তার মতো অলরাউন্ডার কেউই নেই।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘খেলোয়াড়দের মাঝে আমি বলব যে সাকিবের বিকল্প আমাদের এখনও নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে, আপনি যদি বলেন হয়তো ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ওর মতো বা ওর চেয়ে ভালো ব্যাটার আছে। কিন্তু দুটোই আছে এ রকম কেউ নেই।'

 সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষের দিকে এখন। তারকা অলরাউন্ডারের বিদায়ের পর তার বিকল্প কে হবেন এমন প্রসঙ্গ হরহামেশাই আসে। এবার এই বিষয়ে কথা বললেন পাপন, ‘আশা করি বেশ কয়েকজন ছেলে আছে। মিরাজ যদি তার বোলিং এবং ব্যাটিংটাকে আরও একটু পাকাপোক্ত করতে পারে তাহলে সাকিব হতে পারবে না, কাছাকাছি যেতে পারবে হয়তো। এমনকি শান্তকে দেখলাম আয়ারল্যান্ডের বিপক্ষে বল করতে, খারাপ করেনি কিন্তু।'

আরো পড়ুন: নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি বল হাতে বরাবরই দুর্দান্ত সাকিব। বাঁহাতি এই স্পিনারের সবচেয়ে বড় শক্তির জায়গা দ্রুতই ব্যাটারদের পড়তে পারা। ব্যাটিংয়ে দলের প্রয়োজনে বিপর্যয় সামাল দিতে পারেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৬৬ টেস্ট খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৪ হাজার ৪৫৪ রান করার সঙ্গে বল হাতে নিয়েছেন ২৩৩ উইকেট।

রঙিন পোশাকে সাকিবের দাপটটা একটু বেশি। ২৩২ ওয়ানডেতে ৭ হাজার ১৩২ রান করা সাকিব বাঁহাতি স্পিনে নিয়েছেন ৩০১ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার ৩৪৫ রান করার পাশাপাশি ১৩৬ উইকেট। ২০ ওভারের ক্রিকেটে ২ হাজার রান ও ১০০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250