শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সামনে বছর এসএসসি ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসের নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এইচএসসি পরীক্ষা দেখতে রাজধানীর তেঁজগাও কলেজকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। 

উল্লেখ্য করোনা সংক্রমনের কারণে ২০২০ সাল থেকে শিক্ষাপঞ্চি এলোমেলোভাবে চলছে। কখনো পরীক্ষা নেওয়া যায়নি কখনো বা পরীক্ষা নির্ধারিত সময়ের পরে নেওয়া হয়েছে। স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসে আর এইচএসসি পরীক্ষা শুরু হয় এপ্রিল মাসে। এখন যদি নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তাহলে আগামী বছর থেকে স্বাভাবিক সময়ে ফিরবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা।

পরীক্ষার বিভিন্ন প্রস্তুতির কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আশা করেন এবার কোনো অনাকাঙ্কিত ঘটনা ঘটবে না।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল অহমেদ এবং আন্তশিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার উপস্থিত ছিলেন।।

এম.এস.এইচ/

এইচএসসি শিক্ষামন্ত্রী এসএসসি

খবরটি শেয়ার করুন