সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সালমানের প্রথম উপার্জন ছিল ১০০ টাকারও কম!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

বলিউডের অন্যতম মোস্ট এলিজেবল ব্যাচলর সুপারস্টার সালমান খান। তার জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। তবে শুরু থেকেই কিন্তু এতটা লাইমলাইটে ছিলেন না সেলিম পুত্র। কঠোর পরিশ্রমের ফলে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সালমান। অভাবনীয় প্রতিভা এবং কঠোর পরিশ্রমের জোরে অজস্র ভক্তের হৃদয়ে রাজত্ব করেন ভাইজান।

১৯৮৯ সালে ‘বিবি হো তো অ্যায়সি’র মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন সালমান। তবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ থেকে পরিচিতি পেতে শুরু করেন অভিনেতা। ‘পার্টনার’, ‘দাবাং’, ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ সহ অনেক সুপারহিট সিনেমা রয়েছে সালমানের ঝুলিতে। 

এত সফল কেরিয়ার থাকলেও অনেকের অজানা, অভিনয়ে আসার আগে মুম্বইয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান। সেটাই ছিল তাঁর প্রথম চাকরি। এমনকি তাজ হোটেলে একটি শোয়ে নাচ করে প্রথম উপার্জন করেছিলেন অভিনেতা। জীবনের প্রথম সেই কাজে ৭৫ টাকা পেয়েছিলেন তিনি।

আরো পড়ুন: পর্দায় অনিয়মিত কেন, জানালেন তাহসান

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, ‘আমার প্রথম উপার্জন, ওই ৭৫ টাকার মতো। তাজ হোটেলে একটা শোয়ে নেচেছিলাম। আমার একটা বন্ধু সেখানে নাচতে গিয়েছিল, সঙ্গে আমাকেও নিয়ে গিয়েছিল আনন্দের জন্য (আমিও গিয়েছিলাম)। এরপর ক্যাম্পা কোলা (সফ্ট ড্রিংক্স ব্র্যান্ড)-র সময় ৭৫০ টাকা, তারপর প্রায় দীর্ঘ সময় ১৫০০ টাকা নিতাম আমি। ম্যায়নে পেয়ার কিয়ার সময় ৩১ হাজার টাকা পেয়েছিলাম। পরে সেটাই ৭৫ হাজার টাকায় উঠেছিল'।

উল্লেখ্য, গত ২৭শে নভেম্বর ৫৮য় পা দিয়েছেন সালমান খান। জীবনের ৫৮টা বসন্ত পার করেও সলমান এখনও 'চিরকুমার'।

এসি/ আই. কে. জে/ 


সালমান উপার্জন

খবরটি শেয়ার করুন