ছবি-সুখবর
বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ সোমবার (২০ নভেম্বর) রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে নানা রঙের গানের অনুষ্ঠান ‘এক আকাশ গান পর্ব’।
আজ ১১৫৩ তম পর্বে জনপ্রিয় ও বিভিন্ন অঙ্গের গান নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন অত্যন্ত জনপ্রিয় শিল্পী সৈয়দা আফরোজা সুলতানা মিলি।
আরো পড়ুন: পুরস্কার জয়ে হ্যাট্টিক করলেন শাকিরা!
আজ তিনি সোনার তরীর নানা রঙের গানের আসরে বিভিন্ন ধরনের গান শোনাবেন। ‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এসি/ওআ