ছবি: সংগৃহীত
বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ১৫ জুন, ২০২৩ বৃহষ্পতিবার, রাত ৮:৩০ টা (ভারতীয় সময় রাত ৮:০০টায়) থেকে শুরু হবে`সোনারতরী’র গৌরবের সহস্রতম পর্ব।
সোনারতরীর জন্ম ২০০৮ সালে বরেণ্য লোকসংগীত শিল্পী বিপুল ভট্টাচার্য'র হাত ধরে। পরবর্তীতে বিশ্বব্যাপী করোনার প্রচণ্ড প্রতাপকালে শুদ্ধ সংস্কৃতির আলোকবর্তিকা সোনারতরীর অনলাইন পথ চলা শুরু হয় বরেণ্য শিল্পী তপন মাহমুদ এর শুভ সূচনার মাধ্যমে। যখন ভুবন জুড়ে মৃত্যুর করালগ্রাস তখন সংগীতের শক্তিতে মানুষকে জাগাতে সোনারতরী অনলাইন সংগীত মঞ্চ মানুষের মনে এক আস্থার জায়গা তৈরি করে।
সোনারতরীর প্রত্যয় "যতদুর বাংলাভাষা, ততদুর বাংলাদেশ"। সারাবিশ্বের বাংলাভাষী মানুষকে বাংলা গানের অমিয় রসধারায় সিঞ্চিত করে তার রূপরস মাধুর্যের সাথে পরিচয় ঘটাতে সোনার তরীর এই পথচলা। সেই সাথে শুদ্ধ সংস্কৃতির নবসৃষ্টির প্রেরণায় ব্যাপক জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করে সুর দিয়ে আলো জ্বালানোর দুরহ সামাজিক দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় সোনারতরী।
আরো পড়ুন: বাবার পথেই এগিয়ে যাচ্ছেন এ আর রহমান কন্যা!
আজ সোনার তরীর মহা গৌরবের ১০০০তম পর্ব। রাত ৮.৩০ টায় সোনার তরীর অনলাইন মঞ্চে উপস্থিত থাকবেন দেশ বিদেশের বরেণ্য শিল্পীগণ। যাঁদের শুভাশীষ ও ভালবাসায় সোনার তরী আজ বয়ে চলছে দুর্বার গতিতে।
আজকের শিল্পীরা হলেন- :
অধ্যাপক ড. ইখতিয়ার ওমর
নাদিরা ওমর
শাহীন সামাদ
অসিত দে
অধ্যাপক ড. নাশিদ কামাল
তিমির নন্দী
বুলবুল মহলানবিশ
খিলখিল কাজী
ড. মকবুল হোসেন
লিলি ইসলাম
অধ্যাপক ড. অসীম সরকার
স্বপন দত্ত
ইয়াসমিন মুশতারী
মহাদেব ঘোষ
সালাউদ্দিন আহমেদ
ড. মমতাজ মমতা
রঞ্জিত চক্রবর্তী
রওশন আরা সোমা
রাহাত আরা গীতি
বিজন মিস্ত্রী
মাহমুদুল হাসান
বিজয়া সেনগুপ্ত
দীপেন চৌধুরী
শিবেন্দু ভট্টাচার্য
স্বাধীন দে
অরুন গৌতম
অর্চনা মালাকার
আনুস্কা চক্রবর্তী
অবিনাশ বাউল।
সঞ্চালনায় থাকবেন ওপার বাংলার নন্দিত বাচিক শিল্পী অধ্যাপক ড. অমিতাভ কাঞ্জিলাল। পরিকল্পনায় থাকবেন সোনার তরীর এডমিন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী বর্ণালী সরকার।
‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের ১০০০ পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীদেরকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। তারা সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান লিংক: সোনারতরী
এসি/আইকেজে