শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন এক লাখ ৭,১০২ বাংলাদেশি হজযাত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ২১শে জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আর একদিন দিন পরেই হজের শেষ ফ্লাইট। এরই মধ্যে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের এক লাখ ৭,১০২ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯,৭৯৮ হজযাত্রী ও বেসরকারিভাবে গেছেন ৯৭ হাজার ৩০৪ জন। হজে গিয়ে সর্বমোট ২৩ জন ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী।

বুধবার (২১ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজ বুলেটিনে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনার (বিজি -৩৩১৩) ফ্লাইটের হজযাত্রীরা আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ৩:১৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় সন্ধ্যায় জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

ওআ/

সৌদি আরব হজযাত্রী

খবরটি শেয়ার করুন