সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

সৌন্দর্যের সূত্র দিলেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিজের সৌন্দর্য এবং স্বাস্থ্য ধরে রাখার জন্য ক্যাটরিনা কাইফ নিয়ম করে মানেন কয়েকটি বিষয়। জেনে নিন ক্যাটের জীবনের সেই সূত্রগুলো-

১. শরীর ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করেন ক্যাট। তাঁর মতে, সবার উচিত নিয়মিত প্লায়োমেট্রিক ব্যায়ামগুলো করা। লাফিয়ে যেসব ব্যায়াম করা হয়, সেগুলোকে বলে প্লায়োমেট্রিক বা প্লায়ো।

২. ত্বকের পরিচর্যার জন্য ঠান্ডা পানি ব্যবহার করেন ক্যাট। সে জন্য একটা বোলে বরফশীতল পানি নেন। তারপর তাতে মুখ ডুবিয়ে ভেজান। এতে মুখের ফোলাভাব ও ত্বকের নিস্প্রভতা—দুটোই কমে।

৩. দিনভর প্রচুর পানি পান করেন ক্যাট। এটা তাঁর শরীরকে হাইড্রেটেড রাখে। ফলে সতেজ থাকে ত্বক।

৪. কেবল ত্বকই নয়, ক্যাটরিনার চুলও দারুণ সুন্দর। আক্ষরিক অর্থেই যাকে বলে দীঘল কালো চুল। প্রতিবার সেই চুলের সাজ নেওয়ার আগে তিনি ব্যবহার করেন হেয়ার সেরাম।

৫. পাশাপাশি মাথার ত্বকে ম্যাসাজ করেন তেল দিয়ে। এটা খুশকি দূরে রাখার পাশাপাশি তাঁর চুলকে রাখে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত।

আরো পড়ুন:এবার বাবা শাহরুখের ছবিতে অভিনয় করবেন সুহানা

৬. মুখে মাখেন ফেস ক্লিনজিং লোশন বা মুখ পরিষ্কার করার লোশন। এটা ত্বকের ময়েশ্চারের ক্ষতি না করেই দূর করে অতিরিক্ত তেল ও ধুলোময়লা।

৭. ক্যাট ব্যবহার করেন খনিজ মাটির মাস্ক। মুখে এই মাস্ক ব্যবহার করায় ত্বক থাকে স্বাস্থ্যকর।

৮. ক্যাটের রূপচর্চার অপরিহার্য অংশ সানস্ক্রিম। এটা না মেখে কখনোই বের হন না ঘর থেকে। যাতে রোদে পুড়ে না যায় তাঁর সুন্দর মুখ।

৯. খাবারে বিধিনিষেধ আরোপ করা তেমন পছন্দ নয় ক্যাটের। তবে খান স্বাস্থ্যকর খাবার। খেয়াল রাখেন পাতে যেন যথেষ্ট প্রোটিন ও আয়রনসমৃদ্ধ খাবার থাকে। কারণ এগুলো তাঁর ত্বক ভালো রাখে।

১০. ক্যাটের মতে, রূপচর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটিন মেনে চলা। হোক সেটা একদম সাধারণ রুটিন। কিন্তু সেটা প্রতিদিন কড়াভাবে মেনে চলতে হবে। যেমনটা তিনি নিজে করেন।

তথ্যসূত্র : পিঙ্কভিলা

এসি/আইকেজে 



ক্যাটরিনা কাইফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন