বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

স্কোয়াডে নাম না থাকায় হতাশ শিখর ধাওয়ান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস ২০২৩ সেপ্টেম্বরে চীনের হ্যাংজুতে মাঠে গড়াচ্ছে। গত বছর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের পর আর ভারতের জার্সিতে দেখা যায়নি তাকে। ইতোমধ্যে ঘোষণা হয়েছে স্কোয়াডও। যেখানে নিজের নাম না দেখে হতাশ হয়েছেন বাঁহাতি ব্যাটার শিখর ধাওয়ান। তবে তার ফেরার জন্য দারুণ মঞ্চ হতে পারতো এশিয়ান গেমস।

এ প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ধাওয়ান বলেন, 'যখন আমি দেখলাম সেখানে আমার নাম নেই, আমি কিছুটা বিস্মিত ও ব্যথিত হয়েছিলাম। কিন্তু পরে বুঝলাম তাদের পরিকল্পনা ভিন্ন। সেটা ভেবে ভালো লাগছে। আসলে বিষয়টা আপনাকে মেনে নিতেই হবে। তবে খুশি হয়েছি রুতু (রুতুরাজ গাইকোয়াড়) দলকে নেতৃত্ব দিবে। সম্প্রতি ভালো খেলা সব তরুণরা আছে দলে। আমি নিশ্চিত এশিয়ান গেমসে তারা ভালো কিছু করবে।’ 

শুরুতে বিস্মিত হয়েছেন, তবে পরে ব্যাপারটা বুঝতে পেরেছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। মূলত তরুণ ও সম্ভাবনাময়ী ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হয়েছে।


আর.এইচ

শিখর ধাওয়ান

খবরটি শেয়ার করুন