সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্টোরিতে প্রোফাইল শেয়ারের নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

অন্য ব্যবহারকারীদের প্রোফাইলের প্রচারণা চালানো যেন আরও সহজ হয় সেজন্য স্টোরিতে প্রোফাইল শেয়ারের ফিচারটি আনা হচ্ছে। ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার আনছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন এই ফিচার এনেছে প্ল্যাটফর্মটি। এই সুবিধায় এক ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর প্রোফাইল নিজেদের স্টোরিতে শেয়ার করতে পারবেন। 

অ্যাপ ডেভেলপার আলেসান্দ্রো পালুজ্জির তথ্যানুযায়ী, ফিচারটি অ্যাড টু স্টোরি অপশনের মাধ্যমে কাজ করবে। তবে কনটেন্ট যুক্ত করার পরিবর্তে সেখানে ক্লিক করার সুবিধাযুক্ত প্রোফাইল অ্যাড করা যাবে।

পোস্ট করার পর কেউ চাইলে স্টোরি দেখে প্রোফাইলটি ফলো করতে পারবে। 

আরো পড়ুন: মহাকাশে ইতিহাস গড়ে নতুন বছর শুরু ভারতের

ইনস্টাগ্রামের এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী আরও নতুন অ্যাকাউন্টের সঙ্গে পরিচিত হতে পারবে। কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার জন্য ফিচারটি বেশ কাজে আসবে বলে মনে করা হচ্ছে।

শিগগিরই ফিচারটি চালু করার জন্য কাজ চলছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি স্ক্রিনশট। সেখানেই দেখা যাচ্ছে, ভিউ প্রোফাইল বলে একটি অপশন থাকবে। 

সেখান থেকেই সেই শেয়ার করা প্রোফাইলে প্রবেশ করা যাবে। এর ফলে ওই ব্যবহারকারী অন্য ব্যবহারকারীদের আমন্ত্রণ জানাতে পারবেন প্রোফাইল কিংবা পেজ ফলো করতে।

এসি/ আই.কে.জে/

ইনস্টাগ্রাম প্রোফাইল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন