বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

স্পেসএক্স স্টারশিপ, ইতিহাসের বৃহত্তম রকেট বিস্ফোরণ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:৪৬ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

স্টারশিপের বিস্ফোরিত হওয়ার ছবি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের পূর্ব উপকূলের একটি কেন্দ্র থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সর্বকালের সবচেয়ে বড় রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। সফল উৎক্ষেপণের মাত্র তিন মিনিট পর রকেটটি ধ্বংস হয়ে যায়। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্সের স্টারশিপ রকেট বিশ্বের রকেট নির্মাণের ইতিহাসে বৃহত্তম। এর উচ্চতা ১২০ মিটারেরও বেশি। স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, তার কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যে আরেকটি রকেটের পরীক্ষা চালাবে।

এক টুইটবার্তায় তিনি স্টারশিপ রকেট উৎক্ষেপণের জন্য স্পেসএক্স টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। এই টুইটবার্তায় তিনি আরও বলেন, 'আগামী কয়েক মাসের মধ্যে নতুন পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণের জন্য অনেক কিছু শিখেছি।'

রকেট বিস্ফোরণে খুব বিচলিত নন ইলন মাস্ক। কারণ রকেট উৎক্ষেপণের আগে তিনি জানিয়েছিলেন, এটি যদি মাটি থেকে উৎক্ষেপণ করা যায় বা উৎক্ষেপণস্থলে বিস্ফোরিত না হয় তবে তা সফল বলে বিবেচিত হবে।

উৎক্ষেপণের পর রকেটটি মেক্সিকো উপকূলের দিকে অগ্রসর হয়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এটা স্পষ্ট হয়ে গেল যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। রকেটের দুটি অংশ ছিল। রকেট দুইটির বিচ্ছেদের সময় বিস্ফোরণটি ঘটে। উপরে ওঠার সঙ্গে সঙ্গে এর ৩৩ টি ইঞ্জিনের মধ্যে ছয়টি বন্ধ হয়ে যায়।

সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে। উড্ডয়নের তিন মিনিট পর রকেটটি কাঁপতে শুরু করে। পরে আকাশে বড় ধরনের বিস্ফোরণ দেখা যায়। তবে নাসা প্রধান বিল নেলসন সফল পরীক্ষার জন্য স্টারশিপ ক্রু অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।

এম এইচ ডি

আরো পড়ুন:

মোবাইল ফোন আরও কী কাজে লাগবে, জানালেন আবিষ্কারক কুপার

যুক্তরাষ্ট্র মহাকাশ বিস্ফোরণ এলন মাস্ক নাসা স্পেসএক্স স্টারশিপ ইতিহাস বৃহত্তম রকেট বিস্ফোরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন