রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীর দায়িত্ব পালন করছেন সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১লা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের নবদম্পতি, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর কয়েকমাস আগে সাতপাকে বাঁধা পড়েছেন তারা। সম্প্রতি ছুটি কাটাতে জাপানে গেছেন। সেখানে যে সিদ্ধার্থ খুব ভালোই স্বামীর দায়িত্ব পালন করছেন সেই প্রমাণ মিলেছে সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি জাপানে গিয়ে ছুটি উপভোগ করছেন। আর সেখান থেকে সিদ্ধার্থ তার ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে ভক্তদের জানান দিয়েছেন তিনি ভালো মতই স্বামীর দায়িত্ব পালন করছেন।

শেয়ার করা সে ছবিতে দেখা যাচ্ছে, শপিং মলের সামনে দাঁড়িয়ে আছেন সিদ্ধার্থ। তার কাঁধে বেশ কয়েকটি শপিং ব্যাগ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্বামীর দায়িত্ব পালন।’

এছাড়া আরেকটি ছবিতে দেখা যায়, তাড়াহুড়া করে খাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ব্যাগ বহন করার আগে তাড়াহুড়া করে খাওয়া। ধন্যবাদ কিয়ারা।’ এসব ছবি প্রকাশ্যে আসার পর হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনদের কেউ কেউ। আবার অনেকে সিদ্ধার্থকে ‘বাধ্য স্বামী’ বলে মন্তব্য করছেন।

আরো পড়ুন: স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সানি লিওন

শুধু সিদ্ধার্থ নয়, কিয়ারা আদভানিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এসব ছবি পোস্ট করেন। শপিং ব্যাগ বয়ে বেড়ানো ছবিটি পোস্ট করে কিয়ারা আদভানি লিখেছেন-‘এটা নিশ্চিত সে কাজ করে।’

রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন সিদ্ধার্থ-কিয়ারা জুটি। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শহিদ কাপুর-মীরা রাজপুত, ইশা আম্বানি-আনন্দ পিরামল, করণ জোহর, জুহি চাওলা-জয় মেহতা এবং মনীশ মালহোত্রা সহ বলিউডের নামিদামী অনেকেই।

এম/

 

স্বামী দায়িত্ব সিদ্ধার্থ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন