শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধ পরিস্থিতির অবসান এবং নিজেদের কব্জায় থাকা জিম্মিদের মুক্তির নতুন প্রস্তাব দিয়েছিল হামাস তা নাকচ করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইসরায়েলের দু’জন উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা মার্কিন এক বার্তাসংস্থাকে নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দুই মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিসরের মাধ্যমে রোববার (৩১শে ডিসেম্বর) ইসরালের যুদ্ধকালীন মন্ত্রিসভা বরাবর এই প্রস্তাব পাঠিয়েছিল গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস।

আরো পড়ুন: গাজা থেকে হটছে সেনা, ঢুকছে টিকা

সেই প্রস্তাবে গোষ্ঠীটি বলেছিল, ইসরায়েল যদি গাজায় তিন মাসের যুদ্ধবিরতি ঘোষণা করে, উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং কারাগারে বন্দি প্যালেস্টাইনিদের মুক্তি দেয়, তাহলে প্রথম মাসে ৪০ জন ও পরের ২ মাসে ৪০ জনের বেশি করে জিম্মিকে ছেড়ে দেবে হামাস। এমনকি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর যেসব সদস্যকে বন্দি করেছে হামাস যোদ্ধারা, তাদেরও মুক্তি দেওয়া হবে।

সোমবার (২রা জানুয়ারি) ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাবটির ওপর আলোচনা শেষে সভার অধিকাংশ সদস্য সেটি বাতিলের পক্ষে মতামত দেন। এ প্রসঙ্গে মন্ত্রিসভার এক সদস্য বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে প্রস্তাবটি ভিত্তিহীন এবং অসম্পূর্ণ। এ কারণেই এটি বাতিল করা হয়েছে। তবে আমরা আলোচনার দরজা বন্ধ করিনি। আশা করছি হামাস আরো গ্রহণযোগ্য প্রস্তাব পাঠাবে।’

সূত্র: আল-জাজিরা

এইচআ/ আই. কে. জে/ 








বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি প্যালেলেস্টাইন-ইসরায়েল সংঘাত প্রত্যাখান

খবরটি শেয়ার করুন