বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - ফাইল ছবি (সংগৃহীত)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এরপর চিকিৎসদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে, রাত ১২টার দিকে বিএনপির একাধিক সূত্র খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বোধ করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন তার চিকিৎসকরা।
আরো পড়ুন: সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তখন বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। একটু পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি চিকিৎসা শেষে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এম/