রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’ *** নতুন বেতনকাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা *** ‘পুতুলনাচের ইতিকথা’ *** ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে *** রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ১৩ই নভেম্বর থেকে *** স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক *** অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল *** শেখ হাসিনার বিচার চান, ’৭১-এর বিচার চান না কেন: জামায়াতের উদ্দেশে হারুনুর রশীদ *** সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ *** তারেক রহমানের উদ্দেশে ইসি সচিব—‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’

হাসপাতালে হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবিফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজার আল-আহলি আল-আরবি হাসপাতালে হামলার দায় সুস্পষ্টভাবে অস্বীকার করেছে ইসরায়েল। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গাজার হাসপাতালটিতে গতকাল মঙ্গলবার(১৭অক্টোবর) রাতে ভয়াবহ  হামলা হয়। হামলায় অন্তত ৫০০ ব্যক্তি নিহত হয়েছেন। হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, এ ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতার কথা ইসরায়েল স্পষ্টভাবে, খুব দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছে।

গাজার হাসপাতালটিতে হামলার জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা।

আজ বুধবার (১৮অক্টোবর)  ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন। এ ছাড়া আরব নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য তাঁর জর্ডানে যাওয়ার কথা ছিল। বৈঠক বাতিল হওয়ায় এখন আর তিনি জর্ডানে যাচ্ছেন না।

৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাসের যোদ্ধারা। এ সময় তাঁরা বিদেশি নাগরিকসহ অনেক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যান।

জবাবে ৭ অক্টোবর থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে তারা গাজায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি কর্মকর্তাদের তথ্যমতে, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্রঃ বিবিসি

একে/  


গাজা ইসরায়েল হামাস-ইসরায়েল যুদ্ধ হাসপাতালে হামলা হোয়াইট হাউস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250